এইমাত্র
  • লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
  • বিমানবন্দরে খালেদা জিয়া, রাতেই যাচ্ছেন লন্ডন
  • ফেলানী হত্যার ১৪ বছর, বিচার দেখে মরতে চান বাবা-মা
  • নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া
  • খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন যারা
  • এবার সিলেট যাচ্ছেন আজহারী
  • সাত বছর পর দেখা হবে মা-ছেলের
  • শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
  • বিমানবন্দরের পথে খালেদা জিয়া
  • ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

    কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

    কুষ্টিয়ায় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া চাইনিজ কারামায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে, কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৪ নভেম্বর ২০২৪ অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন। কিন্তু গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে ও যাদের নামে অসংখ্য মামলা রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশই আহ্বায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

    বিগত আওয়ামী সরকারের সাথে আতাতের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ঐ পরিস্থিতিতে আমরা ত্যাগী, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে ঐ বিতকিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখে বিক্ষোভ মিছিল এবং গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে মানববন্ধন কর্মসূচি সফল করি। এর পাশাপাশি ঐ কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব আমানউল্লাহ আমানসহ বিভাগীয় সকল নেতৃবৃন্দের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে প্রেরণ করেছি।

    আমরা প্রত্যাশা করেছিলাম খুব শীঘ্রই আমাদের সমস্যার সমাধান আমরা পাব। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ/ সমাধান না করায় আমরা ভীষণভাবে আশাহত। তাই আমাদের দাবি আদায়ের চলমান লড়াইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমারা নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

    তিন দিনব্যাপী কর্মসূচি:

    ১। ৮ জানুয়ারি ২০২৫ বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    ২। ১২ জানুয়ারি ২০২৫ বিএনপি'র কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন।

    ৩। ১৬ জানুয়ারি ২০২৫ কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

    অতএব, সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের ন্যায় সঙ্গত দাবির প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলি মিডিয়ায় প্রচার ও প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…