৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা ইমরত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় নগরীতে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয় পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম খান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে ছয় দফা দাবি অতীব গুরুত্বপূর্ণ। অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, দুর্ঘটনায় আইএল কনভেনশন অনুুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণের দাবী রয়েছে এই ছয় দফাতে।
তিনি আরও বলেন, ইমারত নির্মান শ্রমিকরা দির্ঘদিন যাবৎ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। এই সরকারের কাছে দাবি থাকবে ইমারত নির্মান শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যহত রাখবে।
দাবিগুলো হলো- ইমারত নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করা, পেনশনের ব্যবস্থা করা, ছিন্নমূল শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা, সরকারি খরচে ইমারত শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, সরকারি খরচে ইমারত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা ও শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন করা।
এআই