শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ আজ সোমবার (৬ জানুয়ারি) নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের নতুন যাত্রার সূচনা করেছে।
টিএসসি কমপ্লেক্সের প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্টল সাজানো হয়েছে। সংগঠনগুলো নবীনদের সঙ্গে মিশে তাদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছে। রেজিস্ট্রেশন চলাকালীন নবীনদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। তিনি নবীনদের স্বাগত জানিয়ে বলেন, "আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সর্বদা পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের র্যাগিং বা বুলিং সহ্য করা হবে না।"
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বাংলাদেশে কৃষি গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আলোকপাত করেছেন।
প্রোভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. ফিরোজ মাহমুদ বলেন, "কেউ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ মর্যাদা দিয়ে বিদায় দিব। "
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, নবীনদের অনুভূতি ব্যক্ত করা, কোর্স লে-আউট প্রদর্শন সহ বিভিন্ন আয়োজন করা হয়।
এইচএ