পটুয়াখালীর কুয়াকাটায় বৈধ জালের ট্রলারের জেলেদের উপরে হামলা চালিয়েছেন অবৈধ জালের ট্রলারের জেলেরা।
রবিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ম চরবিজয় এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।
স্থানীয় আড়ৎদার সূত্র জানা গেছে, কুয়াকাটা চরবিজয় সংলগ্নে সমুদ্রে খুটা জালের মাঝি নাসির উদ্দিন বৈধ জালের ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে তার জাল ছিড়ে ফেলে অবৈধ বেহুন্দি (বাধাজাল) জালের ট্রলারের মাঝি আব্দুস ছোবাহান। এ নিয়ে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতা হয়। এক পর্যায়ে ছোবাহান মাঝির নেতৃত্বে ট্রলারের জেলেরা খুটা জালের জেলেদের উপর হামলা চালায়। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। আহত সকলের বাড়ি ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআই