মাদারীপুরে নেশার টাকা না পাওয়ার কারণে বউ শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে কাওছার সরদার নামের এক যুবকের বিরুদ্ধে।
রবিবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে যানা গেছে, গত ৩ বছর আগে রাস্তি ইউনিয়নের নুর ইসলামের ছেলে কাওছার সরদারের ছেলের ২য় বিয়ে হয় একই এলাকার বিউটি আক্তারের সাথে। বিয়ের ১ বছর পরে বিউটি চলে যায় ওমানে। সেখানে থাকা অবস্থায় প্রতি মাসে টাকা পাঠাতো কাওছারের কাছে। এরপরে বিউটি আক্তার দেশে চলে আসার পরে প্রতিনিয়ত টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকলে টাকা দিতে অস্বীকৃতি যানালে, রবিবার রাতে বিউটিকে মারতে আসলে শাশুড়ি বাধা দিলে তাকেও মেড়ে রক্তাক্ত করা হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়।
বিউটি আক্তার বলেন, আমার স্বামী একটা নেশাখোর, সে ২টা বিয়ে করেছে। সে টাকার জন্য সবসময় আমাকে মারধর করে। আমার মা ফিরাতে আসলে আমার মাকেও মেরে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন বউ শাশুড়ির উপর হামলার ঘটণা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএ