পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি এলাকায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহটি রেললাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনাস্থলের প্রায় ৫০ গজ দূরে একটি পতিত জমি থেকে রক্তমাখা পায়জামা এবং একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, মরদেহটি রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার রাতে ওই এলাকায় এক নারীকে ঘুরতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ঠাকুরগাঁও সিআইডি'র ইনচার্জ দেবাশীষ শাহ এ ঘটনাকে চাঞ্চল্যকর উল্লেখ করে বলেন, অধিকতর তদন্তের জন্য রংপুর থেকে একটি বিশেষ টিম আসছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সম্পন্ন হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
এআই