কিশোরগঞ্জের হোসেনপুরে ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচএ