নীলফামারীতে ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে স্ত্রীরমর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দিনা আক্তার (২৪) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হোসেন দুপুরে স্ত্রীর কাছে ভাত চায়। কিন্তু দিনার হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরি হয়। এতে ক্ষিপ্ত স্বামী তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় দিনা আক্তারকে তার স্বামী প্রথমে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে উঠানে রেখে পালিয়ে যান।
দিনার বড় ভাই মিনার হোসেন জানান, ‘বিকেল ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।’
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে আমাদের টিম কাজ করছে।’
এইচএ