জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হুসনে মুবারককে মারধরের দায়ে সিবগাতুল্লাহ আল ছামি নামের এক বহিরাগতকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ছামিকে পুলিশে সোপর্দ করা হয়। বহিরাগত ছামি অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের পড়ুয়া শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় যায়। সেখানে ২জন বহিরাগত প্রেমিক-প্রেমিকাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। পরে তাদের একজন হুসনে মুবারক তাদেরকে দেখে সহকারী প্রক্টর অধ্যাপক আব্বুর রাজ্জাককে ফোন দেয়।
হুসনে মুবারক প্রক্টরকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করার কারণে বহিরাগত শিক্ষার্থী হুসনে মুবারককে অতর্কিত হামলা করে। হামলার সময় ভুক্তভুগির মাথায, হাত এবং চোয়ালে আঘাত করে।
মুবারকের সাথে থাকা শিক্ষার্থীরা ছামি আটক করলে পর নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপত্তা অফিসে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযুক্তকারী শিক্ষার্থীর পিতার উপস্থিতিতে মুচলেকা নিয়ে পুলিশে সোপর্দ করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ক্যাম্পাসে হিরাগত প্রবেশ চাই না। আমরা ইতোমধ্যে বহিরাগত নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছি। আজকের ঘটনায় আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্ত পুলিশে সোপর্দ করেছি।
এইচএ