এইমাত্র
  • পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
  • সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস
  • পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
  • ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
  • জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার
  • জেল থেকে কী বলেছেন লুৎফুজ্জামান বাবর, জানালেন আইনজীবী
  • রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
  • এলপিজির নতুন মূল্য নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব
  • লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়ানো হচ্ছে ‘পিঙ্ক পাউডার’
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ভৈরবের কয়লা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

    দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ভৈরবের কয়লা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

    ভৈরব উপজেলা কে বলা হয় কিশোরগঞ্জ জেলার অর্ধ ভান্ডারের স্তম্ভ। পানি ও স্থলপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় জায়গাটি প্রাচীনকাল থেকে বাণিজ্য নগরী। ভৈরবে ঐতিহ্যবাহী কাপড়ের হাট, ধান চালের মোকাম, জুতা, মাছ ও কয়েল ব্যবসার সাথে আছে কয়লার ব্যবসাও। এখানে গড়ে উঠেছে অন্তত কয়লার ১৬০টি ব্যবসা প্রতিষ্ঠান। বিশাল অংকের রাজস্ব জমা হচ্ছে সরকারি কোষা ঘারে। এসব কয়লা লোড আনলোড করে জীবিকানির্বাহ করছে ১থেকে ১২শত শ্রমিক , শ্রমিকদের দাবি ন্যায্য মজুরি পাচ্ছেনা তারা ।

    রাশিয়া, আফ্রিকা, ইন্দোনিশিয়া, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করা কয়লা চট্টগ্রাম বন্দর হয়ে নৌ-পথে রাইটার জাহাজ করে পৌঁছায় ভৈরব মেঘনা ঘাটে। তারপর জাহাজ থেকে কয়লা নামিয়ে ট্রাকে লোড করে শ্রমিকরা। এখান থেকে ট্রাকে করে যায় দেশের বিভিন্ন স্থানে ইটভাটার মালিকদের কাছে। প্রতি ট্রাকে পরিবহন হয় ২০থেকে ২২টন কয়লা। যার বাজার মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। প্রতিদিন ৪থেকে ৫ কোটি টাকার কয়লা বিক্রি হয় ভৈরবে।

    ব্যবসায়ী অতুল পাল,পায়েল, ও কবির আহমেদ এর অভিযোগ রাইটার জাহাজ,বলগেট জাহাজ, ও বড় নৌকাগুলো ঘাটে বিড়াতে একটি জেটি রয়েছে । এতে মেঘনার পানি বৃদ্ধি পেলে জেটিতে লোড আনলোড অনেকটা ব্যহত ঘঠে। এছাড়াও কয়লা বাজারের নির্দিষ্ট কোন জায়গা না থাকায় বিশাল এ বাণিজ্য কেন্দ্রকে আরো প্রসারিত করতে সুনির্দিষ্ট জায়গার দাবি জানান এখানকার ব্যবসায়ীরা

    এদিকে অনেকে কয়লা লোড আনলোড করতে বেকু ব্যবহার করে তাতে দিনদিন শ্রমিকের মজুরি কমে যাচ্ছে এমন অভিযোগ করেন এখানকার কেটে খাওয়া শ্রমিকরা।

    ভৈরব উপজেলা নির্বাহী অফিসার, শবনম শারমিন বলেন, জেলা প্রশাসকের মিটিংগে বিষয়টা উত্তাপন করেছি পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোসহ উপস্থিত ছিল তারা অতিদ্রুত জায়গাটা ভিজিট করবে এবং অগ্রাঅধিকার ভিত্তিতে কয়লা ব্যবসায়াীদের তারার একটি ঘাট নির্মাণ করবে বলে এ মর্মে জানিয়েছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…