পটুয়াখালীর বাউফল উপজেলায় হামলা ও চরদখলের অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলামকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে কালাইয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলেন হামলার শিকার বিএনপি নেতা তুহিন।
সংবাদ সম্মেলনে তুহিন বলেন, গত ২৮ ডিসেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সী দলবল নিয়ে চর দিয়ারা কচুয়ায় কৃষকের জমি দখল করতে যায়। এসময় স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে ছাত্রদল নেতাসহ কয়েকজন আহত হয়। খবর পেয়ে আহত ছাত্রনেতাকে বাউফল হাসপাতালে দেখতে গেলে মুজাহিদ মুন্সীর নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়। প্রকাশ্য হামলার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। নেক্কারজনকভাবে হামলার পরেও মিথ্যা মামলায় আমাকে কারাভোগ করতে হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিচার ও দলীয় হাইকমান্ডের কাছে মুজাহিদ মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি করা হয়।
সংবাদ সম্মলেনে উপজেলার দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এ বিষয়ে কিছু অবগত নয়। তারপরেও আমাকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতাহার সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মো. জহির মুন্সী , দশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবর মৃধা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল প্রমূখ।
এদিকে, বিএনপি নেতা তুহিনের ওপর হামলায় ঘটনা গত ২৯ ডিসেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেন জেলা ছাত্রদল।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম ওরফে মুজাহিদ মুন্সী।
তিনি বলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার লোকজন আওয়ামী লীগের সাথে যোগসাজশে চর ও হাটবাজার দখল করেছেন।
ছাত্রদল নেতা ইয়াসিনের জমিও দখল করেছেন তারা। ইয়াসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত ও ছাত্রদল নেতা শাহরাজ জয় সহ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা চরে গেলে বিএনপি নেতা তুহিনের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫জন নেতাকর্মী আহত হন। এ কারণে ছাত্রদলের নেতারা তুহিনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। তখন আমি তাকে রক্ষা করি, হামলা করিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,‘ উপজেলা বিএনপির সদস্য ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিনের ওপর হামলার ঘটনা দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। দলীয় হাইকমান্ড এ ব্যাপারে যথাযথ সাংগঠিনক ব্যবস্থা গ্রহণ করবেন।’
এমআর