এইমাত্র
  • পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
  • সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস
  • পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
  • ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
  • জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার
  • জেল থেকে কী বলেছেন লুৎফুজ্জামান বাবর, জানালেন আইনজীবী
  • রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
  • এলপিজির নতুন মূল্য নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব
  • লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়ানো হচ্ছে ‘পিঙ্ক পাউডার’
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    কুমিল্লায় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য আটক

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

    কুমিল্লায় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য আটক

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

    কুমিল্লা নগরীতে কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপ"-এর অন্যতম সদস্য মাইনুদ্দিন (২২) কে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুদ্দিন মুরাদনগর উপজেলার কালাডুম্বুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

    একইদিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল করিম।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিবি মাইনুদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি (চাকু) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকায় গ্যাং প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির কাজে এই অস্ত্র ব্যবহার করা হতো।

    পুলিশ সূত্রে জানা গেছে, মাইনুদ্দিন কিশোর গ্যাং "রতন গ্রুপ"-এর সক্রিয় সদস্য। এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।

    ওসি সাজ্জাদুল জানান, “আমরা গোপন সূত্রে খবর পাই যে, ঝাউতলা এলাকায় মাইনুদ্দিন অবস্থান করছে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” কিশোর গ্যাং দমনে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…