এইমাত্র
  • শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে ভারতে জনমত তৈরি হচ্ছে!
  • নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : নাহিদ
  • রাজধানীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে হাসপাতালে
  • ফেনীতে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৫
  • বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে তিস্তায় পানি দেন: ফখরুল
  • জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না: মঈন খান
  • ইয়াবাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের সেই এসপিকে স্ট্যান্ড রিলিজ
  • ২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে: জ্বালানি উপদেষ্টা
  • জামায়াতের বিক্ষোভ সমাবেশ কাল
  • মোংলায় ২ বছর আগের ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৪ ফাল্গুন, ১৪৩১ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সাভারে জমি নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

    সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম
    সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম

    সাভারে জমি নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

    সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম

    সাভারে বনগাঁও এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে বিরোধের জের হিসেবে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় সাভার থানা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির বিএনপির সমর্থিত লোকজন ও থানা বিএনপির সাইফুল ইসলামের সাথে সংঘর্ষ হয়।

    আহতের মধ্যে সাইফুল ইসলাম, কমর উদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ রনি, আজমত আলী, মোশারফ হোসেন, ডালিম, ওয়াসিম উদ্দিন, ইদ্রিস আলী, সায়েম মোরশেদ, মকবুল হোসেন, রাহুল, আমজাদ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটিতে দীর্ঘদিন ধরে সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগেও দুই বার এই হাউজিং এ হামলা চালিয়েছে। এঘটনায় বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

    এ ঘটনায় নর্থ সি ইকো সিটি এমডি আশরাফুল ইসলাম বলেন, আমার আবাসন কোম্পানীতে সাইফুল ইসলাম ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। এর আগেও দুই বার চাঁদার দাবিতে আমার কোম্পানির অফিস ভাঙচুর করে, এঘটনায় আমি একটা মামলাও করি। আজ আবারও চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সেই নিজে ভাড়া করা লোক দিয়ে সেখানে হামলা করে। এসময় আমার ১০ জনকে মারধর করে অফিস ভাঙচুর করে লুটপাট চালায়।

    সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফ বলেন, ওই আবাসন কোম্পানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি পক্ষ মানববন্ধন করেছে। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটি নিয়ে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের হিসেবে মারামারি হয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…