চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর পদত্যাগের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ম গ্ৰেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, গোমস্তাপুর উপজেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা সমন্বয়ক ও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন সিহাব, ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুঃ হারুন-অর রশিদ ,পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহূল আমিন,মধ্য আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, সাহেবগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
এমআর