এইমাত্র
  • সীমান্তের কাছে পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত
  • মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
  • হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ৭ দিনের রিমান্ডে
  • ভালোবাসা দিবসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, লজ্জায় মায়ের বিষপান
  • বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪টি মধ্যে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
  • গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আটক
  • কুয়েটের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
  • বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা গ্রেফতার
  • বরিশালে গভীর রাতে জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে কাল
  • আজ বুধবার, ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
    আন্তর্জাতিক

    ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

    ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    রয়টার্স সিবিএসের সূত্রে উল্লেখ করেছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে।

    যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। আর হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর থেকেই উদ্ধার অভিযান চলছে।

    স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

    বিষয়টি নিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে’। যদিও তিনি কতজনের প্রাণহানি হয়েছে তা বলেননি।

    মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রিগ্যানের দিকে যাওয়ার সময় আকাশেই পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে।

    এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

    পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

    আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাই- ৫৩৪২, উইচিটা, ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগ্যান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত।

    বুধবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেয়া হয়েছে।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…