হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সহিদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, সাংবাদিক শাহ আলম, ইনজামুল হক নাঈমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে নৃত্য, গান ও নাটক পরিবেশনায় অতিথি ও দর্শকরা মুগ্ধ হন।