এইমাত্র
  • মা হতে চলেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা
  • সিরাজগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
  • উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রটোকলে গিয়েছিলেন হাসনাত-পাটোয়ারী: ছাত্রদল
  • টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা মাদক পাচারকারী আটক
  • ফিলিপাইনে মশা ধরলেই পাবেন নগদ অর্থ
  • কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না ইমরান খান
  • উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী-স্ত্রী নন
  • সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আটক
  • ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় সুদানের প্রশংসা ইরানের
  • রংপুরে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
  • আজ বুধবার, ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

    মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

    মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে স্বাধীন হোসেন সুমন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

    বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত স্বাধীন হোসেন সুমন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।

    জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত ১৫জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

    গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা বাসের ৯ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আরো কয়েকজন যাত্রীকে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা হাসপাতালে পাঠিয়েছেন।

    গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আশরাফুল আলম শুভ বলেন, রাত নয়টার পর সড়ক দুর্ঘটনায় আহত ১২জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হারুনর রশীদ বলেন, নিহতের লাশ বর্তমানে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকসহ চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…