বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তবে কি ধরণের বিশৃঙ্খলা ও অরাজকতা তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি এই নোটিসে।
নোটিসে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতার ঘটনা পরিলক্ষিত হচ্ছে; যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অন্তরায়।
এমতাবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার নির্দেশ প্রদান করা হলো।
এআই