এইমাত্র
  • তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ
  • এবার জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • রাজবাড়ী প্রেসক্লাবে শেখ হাসিনার নামফলক ভেঙে দি‌লেন শিক্ষার্থীরা
  • ভাগ্য খুললো বিসিএসের বঞ্চিত ১১৩৭ জনের, চাকরি ফেরত দিতে নির্দেশ
  • চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ
  • ফেঞ্চুগঞ্জে আ.লীগ নেতা মিফতার গ্রেফতার
  • ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি
  • পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই: নায়িকা পপি
  • ঈদে মুক্তির দৌড়ে ছয় সিনেমা
  • আজ বৃহস্পতিবার, ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম

    সরিষাবাড়ীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম

    জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

    আহতরা হলেন- বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ (৪৫), আব্দুল জলিল (৬৫), ফজর আলী (৪০), সুলতান মাহমুদ (৪৫), রূপচাঁন (৩৫), রুবেল মিয়া(২২), পিপাসা বেগম (২৬), ছাহেরা বেগম (৫০), স্বপ্না খাতুন (২৩), টুকন মিয়া(৩২), আফজাল হোসেন (৫০), আয়নাল হক (৬০), জহুরুল ইসলাম (২৪) কে সরিষাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমাই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘ দিনের এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ন জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়। এসময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে জলিলের সমর্থকের লোক জন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে দাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠিশোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বাবলু মিয়া (৫৫),আব্দুর রশিদ(৪৫) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

    আহত আব্দুল জলিল বলেন, ‘বাব-দাদার ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিতে হাল দিতে গেলে আমজাদের লোকজন লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনদের আহত করেছে।

    এ ঘটনায় আমজাদ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা ঐ জমি তারা ভুগদখল করে আসছি। বৃহস্পতিবার জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাধা দেই।

    এ বিষয়ে এসআই বদরুল ইসলাম জানান, সংঘর্ষে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি। তবে দু-পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে শুনেছি। কেউ আভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…