এইমাত্র
  • তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ
  • এবার জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • রাজবাড়ী প্রেসক্লাবে শেখ হাসিনার নামফলক ভেঙে দি‌লেন শিক্ষার্থীরা
  • ভাগ্য খুললো বিসিএসের বঞ্চিত ১১৩৭ জনের, চাকরি ফেরত দিতে নির্দেশ
  • চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ
  • ফেঞ্চুগঞ্জে আ.লীগ নেতা মিফতার গ্রেফতার
  • ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি
  • পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই: নায়িকা পপি
  • ঈদে মুক্তির দৌড়ে ছয় সিনেমা
  • আজ বৃহস্পতিবার, ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

    সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

    পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আলামিন হত্যাকাণ্ড ও লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাহিদ আক্তার জুলিয়েট এ রিমান্ড আদেশ দেন।

    এর আগে কারাগারে থাকা নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

    মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও পেশায় রিকশাচালক আলামিন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি। এরপর থেকেই আলামিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

    আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, "মামলাটি এখনো রহস্যাবৃত। ভিকটিমের কোনো সন্ধান মেলেনি। রহস্য উদ্ঘাটনে রিমান্ডের প্রয়োজন ছিল। আদালত বিষয়টি অনুধাবন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।"

    অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার আলম দাবি করেন, এই মামলায় নুরুল ইসলাম সুজনকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে। আদালতে বক্তব্য রাখতে গিয়ে সুজন নিজেও এমন দাবি করেন।

    মামলার বাদী মো. মনু মিয়া আদালতে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় কোনো মামলা করেননি এবং নুরুল ইসলাম সুজনকে আসামি করা তার অনিচ্ছাকৃত ত্রুটি ছিল।

    পিপি আদম সুফি আশা প্রকাশ করেন, এই রিমান্ডের মাধ্যমে মামলার প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…