বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন পরিষদের আত্নগোপনে থাকা সদ্য সাবেক চেয়ারম্যান ফকির ফহমউদ্দিন এর কাছে চাকুরী দেওয়া,বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতার টাকা,ঘর ও টিউবওয়েল দেওয়ার কথা বলে নেওয়া পাওনা টাকা,জন্ম নিবন্ধন,মৃত্যু সনদ,ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেওয়ার কথা বলে নেওয়া লাখ লাখ টাকা ফেরতের দাবীতে তার বাড়ীর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে পাওনাদারেরা।
বৃহষ্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে সদরের খানপুর এলাকায় তার বাড়ীর সামনে দুই শতাধিক পাওনাদার এসে বিক্ষোভ করতে থাকে এবং গালিগালাজ করতে থাকে।
এসময় স্থানীয়রা আইনশৃংখলা পরিস্হিতি খারাপ হওয়ার আশংকায় পুলিশে ফোন দিলে পুলিশ এসে পাওনাদারদের শান্তিপূর্ন ভাবে তাদের যথাযথ প্রমানপত্র হাজির করলে একটা সমাধান দিবেন বলে আশ্বাস দিলে পাওনাদারেরা ঘটনাস্থল ত্যাগ করে।
এমআর