এইমাত্র
  • ফুটবলে নতুন নিয়ম, গোলরক্ষক সময়ক্ষেপন করলেই কর্ণার
  • শিবচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
  • সারাদেশে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা ম্যাটস শিক্ষার্থীদের
  • রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
  • ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮
  • ফেব্রুয়ারিতে ৩১ হাজার কো‌টি টাকার রেকর্ড রেমিট্যান্স
  • মানিকগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে আন্দোলন
  • কামানের গোলা নিক্ষেপ ও পুকুরে গোসলের মধ্য দিয়ে যেসব দেশে পালন করা হয় রোজা
  • চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাকে কারণ দর্শানোর নোটিশ
  • ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল গ্রেফতার
  • আজ রবিবার, ১৮ ফাল্গুন, ১৪৩১ | ২ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    বাইডেন ও ওবামাকে দুষলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

    বাইডেন ও ওবামাকে দুষলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

    যুক্তরাষ্ট্রে মধ্য আকাশে হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিফিংয়ে তিনি বারাক ওবামা এবং জো বাইডেন সমর্থিত ডাইভার্সিটিকে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দায়ী করেছেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, বুধবার রাতে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে কারণ জানতে তদন্ত চলছে।

    কারণ জানা না গেলেও এই দুর্ঘটনার জন্য তিনি তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ডাইভার্সিটি উদ্যোগকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা সবসময় যে যোগ্য লোক তা কিন্তু নয়।

    ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল, তাতেই বিমান চলাচলে নিরাপত্তার মান কমেছে। আর সেটিই এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ। এই দুর্ঘটনায় ৬৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

    ট্রাম্প বলেছেন, আমি নিরাপত্তাকে সবার ওপরে রাখি। কিন্তু বারাক ওবামা, জো বাইডেন আরও বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন। ডেমোক্র্যাটরা এই নীতিকে প্রথমে রাখে। কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই।

    ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরুর আগে ওয়াশিংটনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি আরও বলেন, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ক্রিস রোচেলোকে ঘটনা তদন্তে নিয়োগ করেছেন।

    প্রসঙ্গত, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ওয়াশিংটন রিগ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। আর সামরিক হেলিকপ্টারটিতে ৩ জন সৈন্য ছিলেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…