কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার বাঙ্গড্ডা বাজারে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাংগড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি'র সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে তার কর্মী বলে দাবী করেন। বিএনপি'র উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছে। তবে তার মরদেহ সরকারি হাসপাতালের রয়েছে।
পিএম