এইমাত্র
  • কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
  • পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, গ্রেফতার ২
  • ‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
  • জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
  • বৈষম্যবিরোধী আন্দোলন: আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • ৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা
  • অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড
  • কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  • আজ শনিবার, ২৯ চৈত্র, ১৪৩১ | ১২ এপ্রিল, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান-লিন্টু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

    বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান-লিন্টু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

    বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ।

    এছাড়া প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)।

    রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।

    সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।

    অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।

    নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।

    এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্যের ভোটে নন-লাইফ খাতের ১০ নির্বাহী সদস্য নির্বাচিত হন। অপরদিকে লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    নন-লাইফ বীমার নির্বাহী সদস্য পদে বিজয়ী অন্যরা হলেন- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (৩১ ভোট), বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ (৩১ ভোট), সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার (৩১ ভোট), রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল (৩১ ভোট) এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী (২৯ ভোট)।

    এছাড়াও ২৮ ভোট পেয়েছে ৩ জন। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ২ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। ২৮ ভোটপ্রাপ্তরা হলেন- অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাইফ বীমার নির্বাহী সদস্যরা হলেন-

    সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…