সিলেটের গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নে ছেলের হাতে দুদু মিয়া (৬০) নামের এক পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে লক্ষিপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুলতান আহমদ (৩৩) কে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলেও পরিবারের সদস্যরা জানান।
জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে বাবাকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে ফেলে। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই