ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মোড়ের একটি বহুতল ভবনের ‘ছাদ থেকে পড়ে’ অজ্ঞাত এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ের ‘বর্ণালী সিটি সেন্টার’ নামে ১৪ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। তবে সে ওই ভবনের কেউ নয় বলে দাবি বাসিন্দাদের। এখন পর্যন্ত নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, দুপুর ১টা ১১ মিনিটের দিকে গেট দিয়ে ভবনে প্রবেশ করে নীল জামা পরিহিত এক তরুণী। মুখে মাস্ক থাকায় চেনার উপায় নেই। নিচে নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান না থাকায় সোজা লিফটে চলে যায় সে। ঠিক দুই মিনিট পর ১২ তলায় লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে যায় ছাদে। কিছু সময় পর ভবনের নিচে মেলে তার নিথর দেহ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান জানান, সিসিটিভি ফুটেজ দেখে বুঝা গেছে সে আগেও এ ভবনে আসা যাওয়া করেছে কিন্তু কেউ তার নাম পরিচয় বলতে পারছে না। তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হবে। পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। আশাকরি খুব দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।