চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূর নাম তানজিনা আকতার (২২)।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলকাজী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনজুর আলমের স্ত্রী।
এদিকে পুত্রবধূর আত্মহত্যার ঘটনায় স্ট্রোক করেছে শশুর আবুল কাশেম মাস্টার। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় যুবক জাফর জানায় , বছরখানেক আগে প্রবাসী মনজুর আলমের সাথে তানজিনা আক্তারের সাথে বিয়ে হয়। কিন্তু কি কারণে সে আজ আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানিনা। পুত্রবধূর আত্মহত্যার ঘটনায় তার শশুর আবুল কাশেম মাস্টার স্ট্রোক করেছেন। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সীতাকুন্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন, গৃহবধূ কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পিএম