এইমাত্র
  • ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
  • সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
  • অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক
  • গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
  • ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
  • বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
  • বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত
  • সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
  • ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
  • এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল
  • আজ সোমবার, ২৪ চৈত্র, ১৪৩১ | ৭ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৪

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ এএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ এএম

    টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৪

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ এএম

    টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে একজন নারীর শ্লীলতাহানিসহ ৪ জন আহত হয়েছেন। এরমধ্যে আয়নাল এবং রাসেল নামের দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    বুধবার (০২ এপ্রিল) সকালে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বিল গৌরিশ্বর (ভূঞাপুরের পার্শ্ববর্তী) এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ভুক্তভোগী মো. রুবেল মিয়া (২৩) ঘাটাইল থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত ছামান আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), মো. আব্দুল্লাহ (৪০), মো. সাহেব উদ্দিন (২৫), আ. ছালাম ভেন্ডারের ছেলে মো. শহিদুল ইসলাম স্বপন (২৫), মো. শিবলু (২০), মো. শুভ (১৮), মৃত আহাম্মদ আলীর ছেলে আ. ছালাম ভেন্ডার (৬০), মৃত ছামান আলীর মেয়ে মোছা. শাহানাজ (২০) এবং আব্দুল্লাহ'র স্ত্রী মোছা. কুলসুম বেগম (৩৫)।

    অভিযোগসূত্রে জানাযায়, উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বিল গৌরিশ্বর গ্রামে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রুবেল মিয়ার পরিবারের সাথে অভিযুক্তদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ভুক্তভোগী তাঁর পরিবারের লোকজনদের সাথে নিয়ে বাড়ির মেরামতের কাজ করছিলেন। এসময় অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে বাড়ির মেরামতের কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে হত্যার উদ্দেশ্য করে অভিযুক্ত আ. ছালাম ভেন্ডারের হুকুমে অভিযুক্ত জহিরুল ইসলাম, আব্দুল্লাহ এবং সাহেব উদ্দিন ভুক্তভোগী রুবেল মিয়াসহ তার ভাই রাসেল এবং ফুপাত ভাই আয়নালের ওপর দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে আয়নাল ও রাসেল মিয়া রামদা এবং চাপাতির এলোপাতাড়ি কোপের আঘাতে গুরুতরভাবে আহত হয়।

    এসময় আয়নালের স্ত্রী আকলিমার জামাকাপড় টানা-হেঁচড়া করে তার শ্লীলতাহানি করে। অভিযুক্তরা ভবিষ্যতে সময় সুযোগ বুঝে হত্যা করার হুমকি প্রদান করেন। পরে প্রতিবেশির সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আয়নাল এবং রাসেলকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করে।

    স্থানীয়রা জানান, জমি নিয়ে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রশাসনের হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

    এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বুধবার রাত ৯টার দিকে মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…