কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে, সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম প্রমুখ।
আলোচকরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না।
মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণির গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে উপজেলার ৬০০ শিক্ষার্থীদের এই অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
এই সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
এইচএ