ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৭)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের নোয়াব মিয়ার ছেলে। সে পেশায় একজন সাটার মিস্ত্রি বলে জানা যায়। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে দোকানে সাটার লাগানো ও মেরামতের কাজ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকাল পৌণে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাকির মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাটার মিস্ত্রি জাহাঙ্গীর আলম। এ সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, 'নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক বাসটিতে শনাক্ত করার চেষ্টা করতেছি।
এমআর-২