গাইবান্ধা পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পৌরসভার গৃধারীপুর গ্রামে এই ভ্রাম্যমান এ অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- গৃধারীপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (২৮)। তাকে ৫০ গ্রাম গাজা সংরক্ষণ ও সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থ দণ্ড করা হয়। এই সময় জব্দকৃত ৫০ গ্রাম গাজা এবং ১টি কলকি পুড়ে ফেলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহযোগিতায় ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। এই সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক মোহাম্মাদ মোস্তফা জামান। সার্বিক সহযোগিতা প্রদান করেন পলাশবাড়ী থানা পুলিশ।
পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান তাপাদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এআই