কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় শাহ আলম ওরফে আলম মেম্বার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে গুরুই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম ওরফে আলম মেম্বার ছেত্রা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের (১৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা নিকলী আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে মিছিলে হামলা চালায়। এতে অনেকেই আহত হন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও হামলা চালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় নিকলী থানায় মামলা হয়।মামলার পরিপ্রেক্ষিতে আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহ আলম ওরফে আলম মেম্বারকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআই