এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ভেকুসহ আটক ৭

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

    ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ভেকুসহ আটক ৭

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

    যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের দা‌য়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৪টি ভেকু (মাটিকাটার যন্ত্র) জব্দ করা হয়।

    বুধবার (০৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

    কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

    এদি‌কে আটককৃত‌দের থানায় নি‌য়ে আসার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এসময় থানার মেইন গেট বন্ধ রে‌খে প‌কেট দরজা খু‌লে রে‌খে লোকজ‌নের যাতায়াতে সী‌মিত রাখা হয়।

    জানা গে‌ছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলণ ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল একটি অসাধু মহল। প‌রে খবর পে‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌ণে জ‌ড়িত ৭জন‌কে আটক করা হয়। এসময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

    ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয়া হয়। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…