দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার হোমনা উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ইনস্টিটিউটের সামনে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তাদের দাবিসমূহ তুলে ধরে বক্তব্য দেন। অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে দীর্ঘ সময় বিঘ্ন ঘটে। পরে শিক্ষার্থীরা রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কৃষি ডিপ্লোমা বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী মো. জাফর ইসলাম বলেন, “সারা দেশের ১৮টি এটিআই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আট দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আমরা হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও আমাদের অবস্থান থেকে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আরেক শিক্ষার্থী, তৌহিদুল ইসলাম তুষার বলেন, “আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। যতদিন পর্যন্ত লিখিতভাবে বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া যাবে, ততদিন আমাদের কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর হবে।”
এ বিষয়ে হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, “সারাদেশেই এটিআই শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। এটি তাদের নাগরিক অধিকার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত। এভাবে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে। দাবিগুলোর বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই।”
এআই