এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পূর্ব শত্রুতার জেরে কৃষকের কলাগাছ কেটে সাবাড়

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

    পূর্ব শত্রুতার জেরে কৃষকের কলাগাছ কেটে সাবাড়

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

    দিনাজপুরের বিরামপুরে রাতের আঁধারে একটি বাগানের ৮শ ৫০ টি কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক মোফাচ্ছেল হোসেন বাদী হয়ে ১২ জনের নামে বিরামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতক জমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন কৃষক তোফাচ্ছেল হোসেন । সেই জমিতে কলার বাগান করে পরিচর্যার মাধ্যমে কলার গাছ বড় করেছেন। দীর্ঘদিন ধরে আফতাব ও তার লোকজনরা শত্রুতা পূর্বক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল তার বিরুদ্ধে। সবসময় তার পরিবারের ক্ষতি সাধনের পায়তারা করে আসছিল। পরিবারের লোকজনদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিতেন ।

    একপর্যায়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে বে-আইনী জনতায় দলবেধে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার অপূরণীয় ক্ষতি সাধনের অসৎ উদ্দেশ্যে জমিতে ঢুকে আফতাব আলীসহ তার লোকজনরা ধারালো হাসুয়া, বেকি, ছোরা এবং চাইনিজ কুড়াল দিয়া এলোপাথারীভাবে চোটাইয়া, কোপাইয়া জমিতে থাকা কলার গাছ কর্তন করতে থাকে। এতে করে তোফাচ্ছেল হোসেনের জমিতে থাকা কলাবাগানের আনুমানিক ৮৫০টি কলার গাছ কেটে ফেলেন তারা। এ পর্যন্ত তিনি প্রতি কলার গাছে ৫শ ৩০ টাকা করে তার খরচ হয়েছে। এতে করে তার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করেন।

    অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক জানান, আজকে তোফাচ্ছেল হোসেন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…