ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদী গ্রামে পূর্বশত্রতার জেরে নিরীহ জাকারিয়ার বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহাবুবুল আলম নামে এক ব্যক্তি। এ ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছে ভোক্তভোগি জাকারিয়া।
জানা যায়, হরিরামপুর ইউনিয়নের চাউলাদী গ্রামের মড়লবাড়ীর প্রত্যেকেই বহু বছর আগেই সমহারে বুঝে নেন বাড়িভিটাসহ পৈতৃক সূত্রে পাওয়া জমি। তবে ওই বাড়ির আশরাফ আলীর বড় ছেলে মাহাবুবুল আলম সবার মধ্যে ব্যতিক্রম। তুচ্ছ কারনেই যেকারো সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসেন। তার হাত থেকে রেহাই পাননি জেঠাতো ভাই জাকারিয়াও।
থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত চলে মাহাবুবুলের বকাবকি। কেউ কিছু বলতে গেলে, দা, কুড়াল অথবা হাতের কাছে লাঠিসোটা যা পান তা নিয়েই আঘাত করতে তেড়ে আসেন মাহাবুবুল। পূর্বশত্রতার জেরে গত মঙ্গলবার দিনভর জাকারিয়ার জমিতে থাকা একটি ঝাঁড় থেকে কেটে নিয়ে যান শতাধিক বাঁশ। ওই ঘটনায় রাতেই ভোক্তভোগি জাকারিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জাকারিয়ার পরিবারের সদস্যদের চলাচলের নিজস্ব রাস্তাটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন মাহাবুবুল। অভিযোগ তদন্তে ঘটনাস্থলে যান ত্রিশাল থানার এএসআই ইসমাঈল হোসেন।
ভোক্তভোগি জাকারিয়া জানান, আমার মালিকানাধীণ জমির বাঁশঝাঁড় থেকে বাঁশ কেটে নিয়ে গেছে, বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে আঘাত করতে তেড়ে আসে। প্রচন্ড রকমের একটা আতঙ্কের মধ্যে দিন কাটছে আমাদের।
তদন্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, বাড়িতে পুলিশ যাওয়ার খবরে মাহাবুবুল গা-ঢাকা দিলে, তার ছোট ভাই আল আমিন ও স্থানীয় ইউপি সদস্য কে দুই দিনের মধ্যে সমস্যা সমাধান করতে বলে আসছি।
এব্যাপারে মাহাবুবুল আলমের ভাষ্য, জাকারিয়াদের চলাচলের রাস্তা ও বাঁশঝাঁড়ের জমিটি তার নিজের। দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে আঘাত করতে তেড়ে আসার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
ইউপি সদস্য দুলাল জানান, বসতবাড়িতে চলাচলের এ রাস্তাটি জাকারিয়ার নিজের জমিতে। রাতেদিনে হরহামেশাই চলে বকাবাদ্য।
এসআর