পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের দক্ষিন পশ্চিম রাজাপুর চালতাবাড়ি খালের এক কিলোমিটার পর্যন্ত ব্যক্তিগত উদ্দোগে পুনঃখনন করবেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সারে ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে খাল পূনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন।
পড়ে স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের বাউফল উপজেলা আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. লিমন হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম ও আবু সুফিয়ান প্রমুখ।
স্থানীয় কৃষকরা জানায়, এই এক কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে।
এআই