যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুরে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির উদ্দিনের মেয়ে মেহরিন (৩)। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে শাফিন ও মেহেরিনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এর আগে স্থানীয় এক নারী তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে দেখেছিলো। ফলে দুই পরিবারের লোকজন মিলে পুকুরে নেমে তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে শাফিন ও মেহেরিন কে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, পুকুরের পানিতে ডুবে শিশু শাফিন ও মেহেরিনের মৃত্যু হয়েছে। পুকুর পাড়ে খেলা করার সময় অসাবধানবশত তারা পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এআই