এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলে নদী পাড়ের মানুষের চলাচলের রাস্তা বন্ধের পায়তারা, স্থানীয়দের উদ্বেগ

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

    টাঙ্গাইলে নদী পাড়ের মানুষের চলাচলের রাস্তা বন্ধের পায়তারা, স্থানীয়দের উদ্বেগ

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকার নদী পাড়ের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। টি.আর. কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা। ওই রাস্তাটি নিজের জমির উপর দিয়ে করা হয়েছে বলে দাবি করে বন্ধের পায়তারা করছেন স্থানীয় শাহিন নামের এক ব্যক্তি।

    জানা গেছে, উপজেলার কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওই রাস্তার জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান।

    তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে, ‘টি.আর.’ কর্মসূচির আওতায় পাছ চারান সিএনবি রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

    প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্য হারুনকে সভাপতি, সমাজসেবক সোহেল খানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে রাস্তাটি বাস্তবায়ন করা হয়।

    স্থানীয়রা জানান, নদীর পাড় ঘেঁষে বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগে ছিল। এ রাস্তা নির্মাণের ফলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। এটা শুধু একটা রাস্তা নয়, যেনো তাদের জীবনে এক নতুন আশার আলো। নদী পাড়ের গ্রামবাসীরা রাস্তা পেয়ে খুশীতে আত্মহারা। তাদের চোখে মুখে হাসির ঝিলিক।তারা সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ওই রাস্তাটি নির্মাণের পর থেকে স্থানীয় শাহীন সিদ্দিকী নামে এক ব্যক্তি নিজের জমি দাবি করে রাস্তাটি বন্ধের চেষ্টা করছে। বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে স্থানীয়দের। রাস্তাটি রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে নদী পাড়ের অহহেলিত মানুষরা।

    তারই অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান গ্রামে স্থানীয়রা মানববন্ধন করেন।

    এতে বক্তব্য রাখেন, প্রকল্পের সাধারণ সম্পাদক সোহেল খান, স্থানীয় ইউপি সদস্য হারুণ খান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান প্রমুখ। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাগবে টিআর প্রকল্পের আওতায় চলতি বছরে ইউনিয়নের পাছ চারান সিএনবি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণের পরে স্থানীয় শাহীন সিদ্দিকী প্রভাব খাটিয়ে রাস্তাটি বন্ধের চেষ্টা করছে। আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এ রাস্তা বন্ধের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

    কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। এই রাস্তাটি তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যাই। উভয়পক্ষের কথাগুলো শুনি। কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই লক্ষ্যে পরামর্শ দিয়েছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…