এইমাত্র
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জবি শিক্ষার্থীদের ৭ দিনের কর্মসূচি শুরু

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম

    জবি শিক্ষার্থীদের ৭ দিনের কর্মসূচি শুরু

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম

    আবাসন সুবিধাবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবাসন বৃত্তি প্রদান, বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আবারো আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে ৭ দিন ব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে দাবি আদায়ে ৭ দিন ব্যাপি কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

    দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি ও ৭০% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্তি, আগামী ১৫ দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস এবং হাবিবুর রহমান হল ও বাণী ভবনের দৃশ্যমান নির্মাণ কাজ শুরু করা, দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশাসন কর্তৃক উপস্থাপন করা।

    এছাড়াও তারা ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

    কর্মসূচিগুলো হলো- ২২শে এপ্রিল কাথা বালিশ কর্মসূচি এবং লিফলেট বিতরণ। পরদিন, ২৩শে এপ্রিল, বিক্ষোভ মিছিল এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান। ২৪ শে এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হল নির্মাণ ও আবাসন ভাতা সম্পর্কিত অগ্রগতি মুক্তমঞ্চে অবহিতকরণ এবং ২৫ ও ২৬ এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর খোলাচিঠি ও অনলাইনে প্রচারণা করবেন তারা।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমাদের হল আন্দোলন ২০১৪ সাল থেকে চলমান অথচ ছাত্রদের জন্য এখনো একটি সিটও ব্যবস্থা করতে পারেনি প্রসাশন এবং সরকার। এর প্রেক্ষিতে ১৪, ১৬, ২৪, ২৫ সালে অনেকগুলো আন্দোলন সংগঠিত হয়েছে কিন্ত আমরা তার কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। যতদিন পর্যন্ত আমাদের প্রথম দাবি আবাসন বৃত্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি ছাত্র অধিকার পরিষদ সভাপতি একে এম রাকিব বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু, হল নির্মাণ ও শিক্ষার্থীদের ভাতা প্রদান। কিন্তু আমরা কোন প্রকার দৃশ্যমান অগ্রগতি পাচ্ছি না। আমরা খোলা চিঠি কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি আমরা আশানুরূপ কোন ব্যবস্থা না দেখি তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

    উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, আবাসন ভাতা ও হল নির্মাণের দাবিতে জানুয়ারিতে অনশন কর্মসূচি ও সচিবালয় অবরোধ করেন শিক্ষার্থীরা৷ পরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাজে হস্তান্তর করা হলে এবং হল নির্মাণ ও আবাসন ভাতা প্রদানের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…