এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৩৫ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৩৫ পিএম

    দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৩৫ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে আক্তার হোসেন নিউটন নামে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটন পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের ছেলে। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে নিউটন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫ দিকে পৌর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিউটনকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট দেবীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হন। ঘটনার দীর্ঘ আড়াই মাস পর ১৮ অক্টোবর আহত রবিউল দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামল সূত্রে জানা যায়, ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ওই হামলার নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউটনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…