লক্ষ্মীপুরে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে নাদিম হাসান (৮) ও জিহাদ হোসেন (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাদিম পৌরসভার ৩নং ওয়ার্ডের আবদুল আজিজ ভূঁইয়া বাড়ির মো. মোহনের ছেলে এবং জিহাদ রায়পুর উপজেলার মধ্য কেরোয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। সম্প্রতি জিহাদ নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। এরপর আর উঠতে পারেনি, দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর পুকুরে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাজুড়ে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান দুই শিশু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসকে/আরআই