কক্সবাজারের উখিয়ায় এগ্রিগেশন সেন্টারে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় প্রদর্শনী ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে আসেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ডব্লিউপি'র একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল পৌঁনে ১০টায় উখিয়া সদর দক্ষিণ ষ্টেশন নর্থ ইন্ড কফি সপে এসে পৌছায়- ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রী কাউন্সেলর ডাঃ মিচাল ক্রেজা, অ্যাটাচ ক্যাপ্যালবিএল মিসেস মার্গেরিটা সহ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি প্রতিনিধি দলের সদস্যরা।
পরিদর্শন কালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এগ্রিগেশন সেন্টারে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় প্রদর্শনী ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন।
পরে প্রতিনিধি দলটি উখিয়ার ১২ নং ক্যাম্পের ব্লক-জি/২ এ অবস্থিত যৌথ নিবন্ধন সাইট পরিদর্শন করেন। এবং তারা সেখানে রোহিঙ্গা ডাটা রেজিষ্ট্রেশন সম্পর্কে অবহিত হন এবং ডাটা রেজিষ্ট্রেশন করতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
এছাড়াও ১১ নং ক্যাম্পের সি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর-এর অর্থায়নে এনজিও একশান এইড পরিচালিত কমিউনিটি সেন্টার পরিদর্শন করে এবং সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবা/বিচার সালিশ ও পরামর্শ কেন্দ্র (ব্লাস্ট) নিতে আসা রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে বিকেলে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।
এনআই