এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৩৫ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

    উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

    সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

    এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবীত ও আনন্দিত হয়েছেন।

    এসব কারণে বুধবার (২১ মে) বিকেলে দলীয় নেতাকর্মীরা এক বিশাল আনন্দ মিছিল করেছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি উলিপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়।

    এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

    পরে বিজয় মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিটির ১নম্বর যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।

    উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে এবারে তৃণমূল থেকে যোগ্য, ত্যাগী, সৎ ও আদর্শবান রাজনীতিকদের নিয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হবে। এ ছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উলিপুর গঠনের চেষ্টা করবে বলে জানান তিনি।

    প্রসঙ্গ, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…