বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হলো ‘এস এম সুলতান প্রদর্শনী’ শীর্ষক এক বিশেষ চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাংস্কৃতিক সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ (ববিচাস)-এর আয়োজনে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আঁকা নানান শিল্পকর্ম স্থান পায়। এতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও শিল্পবোধের প্রকাশ ঘটান।
প্রদর্শনীটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ববিচাসের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, এটি ববিচাসের দ্বিতীয় বারের মতো আয়োজন। তারা বলেন, “ছবি আঁকা অনেকের শখ হলেও বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততায় তা হারিয়ে যেতে বসে। তাই শিক্ষার্থীদের প্রতিভা ধরে রাখতে ও তা সবার সামনে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।”
চারুকলা সংসদের সাধারণ সম্পাদক সাদনান ফাহিম বলেন, “যারা ছবি আঁকেন বা ভালোবাসেন, তাদের জন্যই এই আয়োজন। এতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে এবং অন্যরাও এতে অনুপ্রাণিত হবেন।”
প্রদর্শনী ঘুরে দেখা শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিল্পবোধ গঠনে সহায়ক। নিয়মিত এ রকম প্রদর্শনী হলে অনেকেই ছবি আঁকায় আগ্রহী হবেন।
সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং শিক্ষার্থীদের বিপুল আগ্রহে প্রদর্শনী উপভোগ করতে দেখা যায়।
এনআই