এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:১১ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:১১ এএম

    তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:১১ এএম

    চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন মারা যায়।

    বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে দিকে ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন সিডিএ রোডের মুখে জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সোহেল রানা।

    আহতদের নাম জানা গেলেও কিন্তু নিহত হওয়ার ব্যক্তির নাম সনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা হলেন, আরিফ, সুলতান, পেয়ারু, মীর আহমেদ। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামাল কোম্পানির স্ক্র্যাপ জাহাজের কালো তেলের ডিপোতে পুরাতন একটি টাংকিতে একজন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ওই শ্রমিক টাংকির ভিতরে অক্সিজেন সল্পতার কারণে আটকা পড়লে আরো একজন শ্রমিক তাকে উদ্ধার করতে টাংকির ভিতর নামেন। এভাবে একে একে চারজন শ্রমিক টাংকির ভিতর অক্সিজেন সল্পতার কারণে আটকা পড়েন।

    এর মধ্যে স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে একটি টিম এসে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালো তেলের ডিপোর মালিক জামাল উদ্দিন বলেন, আমি বাহিরে আছি। শুনেছি কয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি তারপর জানতে পারব বিস্তারিত।

    কুমিরা ফায়ার সার্ভিসের আল মামুন বলেন, ডিপোর ভিতরে একটি টাংকির ভিভরে কাজ করতে গিয়ে অক্সিজেন সল্পতার কারণে ভিতরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় চার শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, আহত ৪ জনের মধ্যে একজন মারা যায়। কিন্তু নাম সনাক্ত করা সম্ভব হয়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…