এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পাথরঘাটায় ছাত্রদলের কমিটি ঘোষণার পর পাল্টাপাল্টি বিক্ষোভ, শহরে উত্তেজনা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:২৪ এএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:২৪ এএম

    পাথরঘাটায় ছাত্রদলের কমিটি ঘোষণার পর পাল্টাপাল্টি বিক্ষোভ, শহরে উত্তেজনা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:২৪ এএম

    বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দু'গ্রুপে বিভক্ত হয়ে পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দু'গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে।

    জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বিষয়টি জানাজানি হয়ে গেলে তাৎক্ষণিক বুধবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কমিটি বিলুপ্তের দাবিতে কর্মসূচি ঘোষণা করে।

    এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করে পাথরঘাটা কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মীর। এর পরপরই আবার পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কমিটি বাতিলের দাবি বিক্ষোভ মিছিল বের করে।

    পদবঞ্চিত পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান ওভি জানান, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের বাদ দিয়ে ছাত্রলীগের সাথে সখ্যতা রেখে চলা লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যারা এতদিন রাজপথে ছিল তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। অনতিবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান তিনি।

    অপরদিকে সদ্য ঘোষিত কমিটির সভাপতি হাসিবুল ইসলাম হাসিব জানান, দল আমাদের ত্যাগের মুল্যায়ন করেছে। সদ্য ঘোষিত কমিটির সবাই রাজপথের ত্যাগী যোদ্ধা। তিনি বলেন সবাইকে তো আর পদ পদবী দেয়া সম্ভব নয়। দল আমাকে মুল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করবো।

    পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যেহেতু বিএনপি একটি বৃহত্তর সংগঠন। একটু টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। আমরা উভয়কেই শান্ত থাকার আহ্বান জানিয়েছি।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। উভয়কেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। কোনো ধরনের সহিংসতার ছাড়াই উভয় পক্ষের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…