এইমাত্র
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    তথ্য-প্রযুক্তি

    ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৩০ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৩০ পিএম

    ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৩০ পিএম
    ছবি: সংগৃহীত

    শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইশারা ভাষা, ইংরেজিতে যাকে বলে সাইন ল্যাংগুয়েজ। কিন্তু এই ইশারা ভাষা বা সাইন ল্যাংগুয়েজ বুঝতে সক্ষম এমন ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়। তাই যোগাযোগের ক্ষেত্রে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজে বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তাঁদের সমস্যার কথা বিবেচনা করেই কেনিয়ার একটি স্টার্টআপ সম্প্রতি তৈরি করেছে ইশারা ভাষা অনুবাদে সক্ষম একটি এআই অ্যাপ।

    টার্প৩৬০ (টিইআরপি৩৬০) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই অ্যাপ্লিকেশনটি (অ্যাপ) স্পিচ ও লিখিত টেক্সটকে কেনিয়ার প্রচলিত ইশারা ভাষায় রিয়েল টাইমে অনুবাদ করতে পারে। অনুবাদের ক্ষেত্রে অ্যাপটি একটি ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যাভাটার ব্যবহার করে থাকে, যার নাম ‘অ্যাভা’।

    কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত স্টার্টআপ প্রতিষ্ঠান ‘সাইনভার্স’ তৈরি করেছে টার্প৩৬০ (টিইআরপি৩৬০) অ্যাপটি। রিয়েল টাইমে ইশারা ভাষা অনুবাদের জন্য মোশন ক্যাপচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয় অ্যাপটিতে।

    কেনিয়ার বধির কমিউনিটির সদস্য চ্যারিটি এশিনালি একজন দোভাষীর সহায়তায় বলেছেন, ‘যারা ইশারা ভাষা বা সাইন ল্যাংগুয়েজ শিখতে চান তাঁদের জন্য কাজটি সহজ করে দেয় এই অ্যাপটি। ইশারা ভাষা শেয়ার জন্য ক্লাস খুব ব্যয়বহুল, ডিকশনারীও তাই। কিন্তু এই অ্যাপটি দিয়ে আপনি শুধু দেখবেন আর শিখবেন।

    কেনিয়ার জাতীয় বধির অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, দেশটির ২৭ লাখ ৫০ হাজার মানুষ বিভিন্ন মাত্রার শ্রবণ প্রতিবন্ধী। তাঁদের জন্য পর্যাপ্ত দোভাষীর ব্যবস্থা নেই দেশটিতে, যদিও কেনিয়া সাইন ল্যাংগুয়েজের আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে দেশটির সংবিধানে। বিশেষ করে স্বাস্থ্য, আইন ও শিক্ষা খাতে দোভাষীর সংখ্যা অপ্রতুল।

    অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান সাইনভার্স-এর প্রতিষ্ঠাতা এলি সাবাতিয়া বলেছেন, ‘স্বাস্থ্য, খাদ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পেতে যোগাযোগ অপরিহার্য, এবং বধির কমিউনিটির অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। আমরা এই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি।’

    যেভাবে কাজ করে এই অ্যাপ

    টার্প৩৬০ (টিইআরপি৩৬০) অ্যাপটি পরিচালনার জন্য ‘অ্যাভা’ নামের অ্যাভাটারটিকে প্রশিক্ষণ দিতে হয়। এক্ষেত্রে ইশারা ভাষায় পারদর্শী একজন ব্যক্তি (ডিফ সাইনার) শরীরে মোশন ক্যাপচার স্যুট পরিধান করে ইশারা ভাষায় কথা বলেন। মোশন ক্যাপচার প্রযুক্তির সাহায্যে এই ইশারা ভাষার এই ডেটা সংগ্রহ করে সিস্টেম এবং এভাবেই প্রশিক্ষিত হয়ে উঠে ‘অ্যাভা’।

    ব্যবহারকারী একটি বাক্য যেমন: ‘গতকাল আমি ফুটবল খেলতে গিয়েছিলাম’ লিখে দিলে অ্যাভা সেটি ইশারা ভাষায় অনুবাদ করে দিবে। এবার ব্যবহারকারী চাইলে অ্যাভা’র তৈরি অনুবাদটি ভিডিও আকারে ডাউনলোড করে নিতে পারেন এবং ইমেইল, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করতে পারেন।

    সাইনভার্স-এর ডেটা সায়েন্টিস্ট অ্যান্থনি মারুগু এও বলেছেন যে, বর্তমানে তাঁরা অ্যাপটিকে আরও উন্নত করে তুলছেন। বিশেষ করে স্থানীয় বিভিন্ন উপভাষা ও সেগুলোর ব্যতিক্রমও যাতে অ্যাপটির মাধ্যমে ইশারা ভাষায় অনুবাদ করা যায়, তা নিয়ে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    মারুগু বলেন, ‘সিস্টেমটি যাতে বিভিন্ন ভাষার সাথে খাপ খাইয়ে নিতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে বিভিন্ন অঞ্চল ও প্রেক্ষাপটে এটি ব্যবহার করা হয়।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…