এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ০১:৪৩ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ০১:৪৩ এএম

    পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ০১:৪৩ এএম
    ছবি: সারিকা সাবরিন

    শোবিজ ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে গড়ে তুলেছে দর্শকপ্রিয় তারকা। কিন্তু সম্প্রতি আশ্চর্যজনক এক গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিয়ে বহির্ভূত সম্পর্কে নাকি জড়িয়েছেন তিনি, এ কারণে নাকি তার দ্বিতীয় সংসার এখন ভাঙনের মুখে।

    গুঞ্জন উঠেছে—এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এ ধরনের গুঞ্জন তারকাদের নিয়ে নতুন কিছু নয়। শোনা যাচ্ছিল, স্বামী আহমেদ রাহীর সঙ্গে সারিকা সাবরিনের বিচ্ছেদ নাকি এখন শুধু সময়ের ব্যাপার। এবার যুক্ত হয়েছে নতুন বিষয়।

    রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকা সাবরিনের পরকীয়ার অভিযোগ উঠেছে। তাই তো নীরবতা ভেঙে গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক বক্তব্যে স্পষ্টভাবে তিনি বলেন, 'আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছর আমরা এক রাতের জন্যও আলাদা থাকিনি, এটাই বাস্তবতা।'

    সারিকা সাবরিন বলেন, 'প্রায় চার বছরে আমরা কখনোই আলাদা থাকিনি। অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিকভাবেই খুনসুটি বা ঝগড়া হয়েছে। কিন্তু কখনোই তা সম্পর্ক ভাঙনের দিকে যায়নি। ওসব সামান্য বিষয় অনেক আগেই পেছনে ফেলে এসেছি আমরা।'

    এছাড়া পরকীয়া ও বিচ্ছেদের চর্চা একদম মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, 'এ গুজব কোথায় থেকে ছড়ালো, কে শুরু করল, যদি জানতাম, তাহলে এর সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ সেখানে এ খবর শুনে অবাক হয়েছি।'

    এ অভিনেত্রী বলেন, 'স্বামী-সন্তান নিয়ে সংসার বেশ ভালোই চলছে। এখন শুধু সময়ই বলবে, এ গুঞ্জনের পেছনে বাস্তবতা কতটা, আর কতটাই বা নিছক রটনা।'

    উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় অভিনেত্রী সারিকা সাবরিনের। এর আগে ২০০৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…