এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    ফারুক আহমেদের অপসারণ নিয়ে হাইকোর্টের স্পষ্ট বার্তা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম

    ফারুক আহমেদের অপসারণ নিয়ে হাইকোর্টের স্পষ্ট বার্তা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
    বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ।। ছবি: সংগৃহীত

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    ফারুক আহমেদের পক্ষে আদালতে রিটের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে যুক্ত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

    ফারুক আহমেদের আইনজীবী আজাদ হোসাইন সাংবাদিকদের জানান, আদালতের এ আদেশ তাদের পক্ষে এসেছে এবং তারা আশাবাদী যে চূড়ান্ত শুনানিতে ফারুক আহমেদ তার পদে পুনর্বহাল হবেন।

    এর আগে, গত ৩০ মে ফারুক আহমেদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন পদ ফিরে পাওয়ার জন্য। তবে ২ জুন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

    রিটে দাবি করা হয়, ২৯ ও ৩০ মে নেওয়া সিদ্ধান্তগুলো আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এ নিয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি, সিদ্ধান্ত দুটি বিচারাধীন থাকা পর্যন্ত তা স্থগিত রাখার অনুরোধও করা হয়। যুব ও ক্রীড়া সচিবসহ মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

    প্রসঙ্গত, ২৯ মে বিপিএল সম্পর্কিত তদন্ত প্রতিবেদন এবং বিসিবির নয় পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে তিনি সভাপতির পদ থেকেও অপসারিত হন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…